দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৫, ৫ অক্টোবর ২০২৫

খুলনা থেকে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নয়টি সংগঠন। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ একাধিক দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হলেও তা না মানায় সোমবার সকাল থেকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার অন্তত ২০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে খুলনার রূপসায় গত ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সংগঠনগুলো অবৈধ অনুমোদনহীন বিআরটিসি বাস চলাচল বন্ধ, সরকার ঘোষিত ইজি বাইক, মাহিন্দ্র, নছিমন, করিমনসহ তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা, এবং দূরপাল্লার রুটে উপজেলায় একটি মাত্র কাউন্টার রেখে বাকিগুলো বন্ধের দাবি জানায়। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিলেও প্রশাসনের কোনো পদক্ষেপ না আসায় শনিবার বাগেরহাটে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস রবিবার এক বিবৃতিতে ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহনের কারণে দুর্ঘটনা বাড়ছে। বিআরটিসির অবৈধ কাউন্টার ও বাস মালিকদের ক্ষতিগ্রস্ত করছে। সরকার বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, ‘আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন উদাসীন। ফলে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যেতে হচ্ছে।’
ফলে খুলনা থেকে বরিশাল, মোংলা, গোপালগঞ্জ, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটগুলোতে সোমবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।