বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৫, ৫ অক্টোবর ২০২৫

দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনা থেকে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নয়টি সংগঠন। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ একাধিক দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হলেও তা না মানায় সোমবার সকাল থেকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার অন্তত ২০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে খুলনার রূপসায় গত ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সংগঠনগুলো অবৈধ অনুমোদনহীন বিআরটিসি বাস চলাচল বন্ধ, সরকার ঘোষিত ইজি বাইক, মাহিন্দ্র, নছিমন, করিমনসহ তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা, এবং দূরপাল্লার রুটে উপজেলায় একটি মাত্র কাউন্টার রেখে বাকিগুলো বন্ধের দাবি জানায়। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিলেও প্রশাসনের কোনো পদক্ষেপ না আসায় শনিবার বাগেরহাটে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।

খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস রবিবার এক বিবৃতিতে ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহনের কারণে দুর্ঘটনা বাড়ছে। বিআরটিসির অবৈধ কাউন্টার ও বাস মালিকদের ক্ষতিগ্রস্ত করছে। সরকার বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, ‘আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন উদাসীন। ফলে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যেতে হচ্ছে।’
ফলে খুলনা থেকে বরিশাল, মোংলা, গোপালগঞ্জ, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটগুলোতে সোমবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু