বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

সাবেকমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশ: ১৩:৪৪, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:২৮, ৫ অক্টোবর ২০২৫

সাবেকমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় মোকতাদির চৌধুরীকে ‘মদদদাতা’ আখ্যা দিয়ে তার বিচার দাবি জানায় সংগঠনটি।

রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তার প্রত্যক্ষ মদদেই ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়, যাতে ১৬টি তাজা প্রাণ ঝরে। বক্তারা দাবি করেন, এসব হত্যাকাণ্ডের দায়ে মোকতাদির চৌধুরীকে ফাঁসি দিতে হবে।

তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত 'শাপলা চত্বর' হত্যাকাণ্ড ও ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আলেমদের ওপর নির্যাতনের বিচার শুরু করতে হবে।

এ সময় বক্তারা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উবায়দুল মোকতাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন ও জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু