বাগেরহাটে সন্ত্রাসী হামলা
বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন খুন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩৩, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:২১, ৫ অক্টোবর ২০২৫

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা ও স্থানীয় সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) খুন হয়েছেন। শুক্রবার রাতে বাগেরহাট পৌর শহরের হাড়িখালী এলাকায় একটি চায়ের দোকানের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত হায়াত উদ্দিন ছিলেন বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত হঠাৎ হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। শনিবার মাগরিবের নামাজের পর হাড়িখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, ‘ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’
এদিকে, সহকর্মী সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন। এসময় তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন—বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি আহসানুল কারীম, ইয়ামিন আলী, এসএম রাজ, হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় রাজনীতিক, আইনজীবী ও সাধারণ মানুষ।
সাংবাদিক হায়াত উদ্দিনের মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক সমাজ একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নৃশংস আঘাত বলে অভিহিত করেছে এবং দ্রুত বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে।