‘চর বিষয়ক মন্ত্রণালয়’ চায় কুড়িগ্রামবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৭, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:২২, ৪ অক্টোবর ২০২৫

‘নদীভাঙনে আর ঠিকানা বদল নয়, নদীভাঙন থেকে মুক্তি চাই’—এই স্লোগানে কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরে টেপারকুটিতে অনুষ্ঠিত হয়েছে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ।
কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এ সময় আরও বক্তব্য দেন কমিটির সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন, কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ ও কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “দেশে পার্বত্য অঞ্চলগুলোর উন্নয়নে পার্বত্য মন্ত্রণালয় যেমন রয়েছে, তেমনি চরবাসীর উন্নয়নেও আলাদা মন্ত্রণালয় প্রয়োজন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশের ৬৪ জেলার মধ্যে ৩২ জেলায় প্রায় একশত চর রয়েছে, যেখানে বাস করে প্রায় ২ কোটি মানুষ। তাদের জীবনযাত্রা এমন, যেন ভিনগ্রহের মানুষের মতো বঞ্চিত।”
তিনি আরও বলেন, চরবাসীর উন্নয়নকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে অবিলম্বে ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা জরুরি। এতে কুড়িগ্রামসহ দেশের সকল চরাঞ্চলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে।
সমাবেশে নদীভাঙন ও চরবাসীর দুর্দশায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা চরবাসীর জীবনরক্ষা ও স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারের কাছে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।