বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩:১৯, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:০১, ৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার

পার্বত্য জেলা খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগে টানা চার দিনের অবরোধের পর এবার পুরোপুরি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে 'জুম্ম ছাত্র-জনতা'। শনিবার সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংগঠনটি জানায়, ১ অক্টোবর খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জুম্ম ছাত্র-জনতার দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারগুলোকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি জানানো হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র পার্বত্য এলাকায়। সেনাবাহিনীর সহায়তায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, তবে অন্যদের এখনো আটক করা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা টানা চার দিন অবরোধ পালন করে। পরে ৩০ সেপ্টেম্বর রাতে প্রশাসনের অনুরোধে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়। তবে ওইদিন মেডিকেল বোর্ড জানায়, কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত মেলেনি।

এ অবস্থায় জুম্ম ছাত্র-জনতা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের পদক্ষেপ ও মানবিক দিক বিবেচনায় আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও তাদের দাবি পূরণের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু