সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: ১৯:০৭, ২ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি খোকনকে (২৪) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৭। খোকন উপজেলার পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার মৃত হানিফের ছেলে এবং মামলায় তিনি ছিলেন ৩ নম্বর আসামি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে পশ্চিম মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ধর্ষণ মামলা দায়ের হয়েছিল চলতি বছরের ২১ আগস্ট, সীতাকুণ্ড থানায় মামলা নম্বর ২৩ হিসেবে। মামলায় প্যানাল কোডের ৩২৩/৩৭৯ ধারা ছাড়াও ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা যুক্ত করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে একাধিক আসামি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালায়।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। খোকনের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।