বান্দরবানে পর্যটকের ঢল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ২ অক্টোবর ২০২৫

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে তিন বছর পর বান্দরবানের রুমা উপজেলার এই জনপ্রিয় পর্বত এলাকায় পর্যটকদের ভিড় জমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে কেওক্রাডং দীর্ঘদিন ধরে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। অবশেষে গত ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হলে প্রথম দিনেই পর্যটকের ঢল নামে। শুধু বৃহস্পতিবারেই (২ অক্টোবর) সেখানে ৬৩০ জন ভ্রমণপিপাসু গিয়েছিলেন বলে জানান রুমা টুরিস্ট গাইড লাইনের লাল রৌকল বম। আজ দুপুর পর্যন্ত আরও প্রায় ৫০০ জন ভ্রমণকারী সেখানে পা রেখেছেন। দিনের বাকি সময়ে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জাগো নিউজকে জানান, কেওক্রাডংকে আরও জনপ্রিয় করতে এবং পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করতে বিশ্রামাগার, শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক বোতলের ব্যবহার সীমিতকরণ এবং বগালেকের পরবর্তী অংশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ছুটি পরবর্তী সময়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ দীর্ঘদিন ধরে অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি জনপদের জীবনযাপন এবং ট্রেকিং-এর অভিজ্ঞতা দেশি-বিদেশি পর্যটকদের কাছে এক অনন্য আবেদন তৈরি করে। তবে নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ বিরতির ফলে বহুদিন ধরে পর্যটকরা এখানে ভ্রমণ করতে পারেননি। ফলে উন্মুক্ত হওয়ার পর এবারই তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটকের সমাগম ঘটছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, এই সুযোগে বান্দরবানের পর্যটন খাতে নতুন প্রাণ ফিরে আসবে। একই সঙ্গে স্থানীয়দের জন্যও নতুন কর্মসংস্থানের পথ খুলে যাবে।