বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ফেনীতে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ৮

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ১৫:১৬, ২ অক্টোবর ২০২৫

ফেনীতে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ৮

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে ফেনীর সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত আটজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা বাসের যাত্রীদের বের করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে দুজনের—ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) এবং একই উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, মৃত্যুর সংখ্যা ও আহতদের সঠিক তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুগন্ধা পরিবহনের বাসটি অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ ।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু