নারীর সঙ্গে অনৈতিক ফোনালাপ ফাঁস
ভাঙ্গুড়ার বিএনপি নেতাকে শোকজ
পাবনা সংবাদদাতা
প্রকাশ: ১৪:৪৪, ২ অক্টোবর ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এক নারীকে নিয়ে দলের এক নেতার সঙ্গে ফাঁস হওয়া অনৈতিক ফোনালাপ। এ ঘটনায় উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি ও সাবেক আহ্বায়ক লিয়াকত আলী লিটনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
গত ২৭ সেপ্টেম্বর দিলপাশার ইউনিয়ন বিএনপি’র কাউন্সিলে হঠাৎ উপস্থিত হয়ে এক নারী নিজেকে লিয়াকতের প্রেমিকা দাবি করেন। তিনি সেখানে লিয়াকতের স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে অবস্থান নিলে ব্যাপক হট্টগোল শুরু হয়। সেই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তোলে।
পরবর্তীতে ওই নারী ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি এবং ঈশ্বরদী থানায় লিয়াকতের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরই মধ্যে ফেসবুকে লিয়াকতের সঙ্গে তার কথোপকথনের একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রেক্ষিতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন এবং সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে—‘আপনার সঙ্গে এক নারীর অনৈতিক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আপনার কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই আপনাকে ব্যাখ্যা দিতে হবে কেন দল থেকে বহিষ্কার করা হবে না।’
তাকে তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে নোটিশে ধর্ষণ মামলা কিংবা কাউন্সিলের দিনের ঘটনাবলী উল্লেখ করা হয়নি।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক বলেন—‘দল কোনো ব্যক্তির দায় নেবে না। একজন দায়িত্বশীল নেতার অনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই হাইকমান্ডের নির্দেশে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনাটি শুধু ভাঙ্গুড়ার রাজনীতিতেই নয়, বরং জেলা বিএনপি’র ভেতরের দ্বন্দ্ব ও সংকটকেও সামনে এনেছে। ফোনালাপ ফাঁস, প্রকাশ্য কেলেঙ্কারি ও মামলা—সব মিলিয়ে দলের সাংগঠনিক ভাবমূর্তি চরমভাবে নড়বড়ে হয়েছে। এখন দলের অভ্যন্তরীণ তদন্ত এবং লিয়াকতের জবাবের ওপরই নির্ভর করছে তার রাজনৈতিক ভবিষ্যৎ।