কাঁচপুর সেতুতে অজ্ঞাত গাড়ির চাপায় দুই ট্রাকচালক নিহত
নারায়নগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৪:১২, ২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন নিশ্চিত করেছেন।
নিহতদের একজনের নাম রাকিব (৩৫), যিনি রংপুর জেলার বাসিন্দা। তবে অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুজনই ট্রাকচালক ছিলেন এবং দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে সক্রিয়ভাবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, ভোরে কাঁচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে যায়। সেটি সরানোর জন্য চালকরা আরেকটি ট্রাকের সাহায্যে চেষ্টা চালান। এ সময় ট্রাক দুটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজনে আটকে যায়। ধারণা করা হচ্ছে, তারা অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছিলেন।
ঘটনার কিছুক্ষণ পর তারা শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। ঠিক তখনই চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
মো. জুলহাস উদ্দিন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি ও সেতুর ওপর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।