বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ২১:৪৭, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৬, ১ অক্টোবর ২০২৫

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতার জন্য সরাসরি দায়ী ভারত। তার দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে ভারত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে বিশেষ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। কলকাতায় এখন আওয়ামী লীগের পার্টি অফিস হয়েছে। দিল্লি থেকে বসে সেই অফিস নিয়ন্ত্রণ করছে হাসিনা।”

তিনি আরও অভিযোগ করেন, “পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা চলছে, তার পেছনে ভারতের সরাসরি মদদ রয়েছে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন তা গণঅধিকার পরিষদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও জানান রাশেদ খাঁন। তিনি বলেন, “আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি আর এই দেশে রাজনীতি করতে পারবে না, নির্বাচনেও অংশ নিতে পারবে না।”

নির্বাচনী পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শন করেন রাশেদ খাঁন। সেখানে পূজা কমিটির নেতা ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু মনে করি না। তারা আমাদের ভাই, আমরা সবাই বাংলাদেশি। দেশ সবার, উৎসবও সবার।”

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু