শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

| ২৩ কার্তিক ১৪৩২

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ২১:৪৭, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৬, ১ অক্টোবর ২০২৫

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতার জন্য সরাসরি দায়ী ভারত। তার দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে ভারত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে বিশেষ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। কলকাতায় এখন আওয়ামী লীগের পার্টি অফিস হয়েছে। দিল্লি থেকে বসে সেই অফিস নিয়ন্ত্রণ করছে হাসিনা।”

তিনি আরও অভিযোগ করেন, “পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা চলছে, তার পেছনে ভারতের সরাসরি মদদ রয়েছে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন তা গণঅধিকার পরিষদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও জানান রাশেদ খাঁন। তিনি বলেন, “আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি আর এই দেশে রাজনীতি করতে পারবে না, নির্বাচনেও অংশ নিতে পারবে না।”

নির্বাচনী পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শন করেন রাশেদ খাঁন। সেখানে পূজা কমিটির নেতা ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু মনে করি না। তারা আমাদের ভাই, আমরা সবাই বাংলাদেশি। দেশ সবার, উৎসবও সবার।”

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাশরাফির স্ট্যাটাসে প্রতিক্রিয়া; নারী ক্রিকেটে অভিযোগ তদন্তে প্রভাবমুক্ততার আহ্বান
গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে: নওশাদ জমির
চট্টগ্রামে সরোয়ার হত্যায় গ্রেপ্তার ২
সরকার নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়- সমাবেশে ফখরুল
দুবাইয়ে স্কুল, হিঞ্জে প্রেম-যেভাবে মামদানির জীবনে এলেন রামা দুয়াজি
হজ ২০২৬ নিবন্ধন শুরু; সংখ্যালঘু মুসলিম দেশগুলোর জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মে সরাসরি সুযোগ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
২০২৫: রেকর্ড গরমের শীর্ষ তিনে থাকবে বছরটি জাতিসংঘের সতর্কবার্তা
ফেসবুকে বকাবকি, মুখ খুললেন স্নিগ্ধ
জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
ইন্দোনেশিয়ায় জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৫৪
দল নিবন্ধের দাবিতে তারেকের অনশনের ৬৯ ঘণ্টা
সবার শীর্ষে পপ আইকন টেইলর সুইফট..!
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া