লক্ষ্মীপুরে সাবেক এমপি নুর উদ্দিনের বাড়িতে ফের আগুন
লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ: ২১:১৮, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৫, ২ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে আবারও আগুন দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে একদল লোক ওই এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্যের পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো।
এর আগে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই ভবনে আগুন লাগানো হয়েছিল। সেই ঘটনার পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত বছরের ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তখন অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে।”
স্থানীয় সূত্র জানিয়েছে, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পরিবারের সদস্যরাও বাড়িটিতে থাকেন না।