নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আহত ৪
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ২১:০৪, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৪, ২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে নবী হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ সময় ডাকাত দলের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুআন্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে। আহতরা হলেন— কুলসুম বেগম (৪০), তার ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) এবং আবুল হোসেন (২৮)। তারা সবাই দড়ি বিশনন্দী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গভীর রাতে ভারী বৃষ্টি শুরু হলে রান্নাঘরের চুলা ঢেকে দেওয়ার জন্য কুলসুম বেগম রান্নাঘরে যান। সেখানে তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকে দেখে তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল তাদের কুপিয়ে জখম করে।
ঘটনার পর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ছুটে আসেন। এ সময় ডাকাত সন্দেহে নবী হোসেনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।”