বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আহত ৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২১:০৪, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৪, ২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আহত ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে নবী হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ সময় ডাকাত দলের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুআন্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে। আহতরা হলেন— কুলসুম বেগম (৪০), তার ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) এবং আবুল হোসেন (২৮)। তারা সবাই দড়ি বিশনন্দী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গভীর রাতে ভারী বৃষ্টি শুরু হলে রান্নাঘরের চুলা ঢেকে দেওয়ার জন্য কুলসুম বেগম রান্নাঘরে যান। সেখানে তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকে দেখে তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল তাদের কুপিয়ে জখম করে।

ঘটনার পর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ছুটে আসেন। এ সময় ডাকাত সন্দেহে নবী হোসেনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু