চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ২০:২১, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১৬, ২ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদরউদ্দীন (২৬) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ ঘটনাটি ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বদরউদ্দীনসহ কয়েকজন সীমান্ত এলাকার ভেতর থেকে ফিরছিলেন। এ সময় ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বদরউদ্দীনকে ধরে ফেলে বিএসএফ এবং সঙ্গে সঙ্গে ক্যাম্পে নিয়ে যায়। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, “অসমর্থিত সূত্রে আমরা জেনেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়েছে। বিষয়টি যাচাই করতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
ঘটনার পর স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।