নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নোয়খালী সংবাদদাতা
প্রকাশ: ১৯:২৪, ১ অক্টোবর ২০২৫

নোয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১ অক্টোবর) সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহত সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে এলাকায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সাঈদ বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে গ্রামবাসীরা ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামের মানুষজন জানান, বর্ষাকালে এই এলাকায় বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে। তবে এবার হঠাৎ গভীর রাতে এমন দুর্ঘটনায় শোক নেমে এসেছে গ্রামে। নিহত সাঈদের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় তার মৃত্যুতে দুঃখ ও অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে।