প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত ডুবুরি দল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:২০, ১ অক্টোবর ২০২৫

দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় ডুবুরি দল প্রস্তুত আছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বুধবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এ তথ্য জানান।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের বিজয়ী দশমী। এই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বী মানুসের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজা।
এসময় কোস্টগার্ডের মহাপরিচালক আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় সংস্থাটি কাজ করে যাচ্ছে।
ঢাকা জোনে ২৫, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৫৬, পশ্চিম জোনে (মোংলা) ৪৪ ও দক্ষিণ জোনে (ভোলা) ৮২টিসহ মোট ২০৭টি মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড দায়িত্ব পালন করছে বলে জানান মহাপরিচালক।
তিনি জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে কোস্টগার্ডের টহল অব্যাহত আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।