রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বাধার প্রাচীর ডিঙিয়ে ফেব্রুয়ারিতে ভোট উৎসব হবে

ঝিনাইদহ সংবাদদাতা

প্রকাশ: ১৭:০২, ১ অক্টোবর ২০২৫

বাধার প্রাচীর ডিঙিয়ে ফেব্রুয়ারিতে ভোট উৎসব হবে

অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “যত বাধাই আসুক, ব্যারিকেড যতই তৈরি হোক না কেন, বাংলাদেশের মানুষ বাধার প্রাচীর ডিঙিয়ে ভোট উৎসবে অংশ নেবে।”

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোয়াজ্জম হোসেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আজ বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে। সেই পথে যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।” তিনি আরও যোগ করেন, “গণতন্ত্রের পথে বাধা হয়ে যদি কোনো খুনি গোষ্ঠী দাঁড়ায়, জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবে। এটিই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি।”

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা কোনো ব্যক্তির বিচার করছি না, অপরাধের বিচার করছি। শিশু হত্যা থেকে শুরু করে নিরস্ত্র মানুষকে গুলি করার মতো নৃশংস অপরাধের বিচারের দায় আমরা এড়াব না। এইসব অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের নাম উঠে এসেছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যা কিছু করার দরকার হবে, তাই করা হবে।”

এসময় তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন ভণ্ডুল করার যেকোনো ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দেবে এবং ফেব্রুয়ারির ভোট হবে একটি গণতান্ত্রিক উৎসব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব