বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বৃদ্ধের চুল-দাড়ি কেটে হেনস্তার মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৯, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:২৫, ২ অক্টোবর ২০২৫

বৃদ্ধের চুল-দাড়ি কেটে হেনস্তার মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের তারাকান্দায় হালিম উদ্দিন আকন্দ ফকির (৭০) নামে এক বৃদ্ধের চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার মামলায় মজনু মিয়া (৪৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরী থেকে তাকে আটক করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত মজনুকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মজনু ওই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব তালুকদারের ছেলে।

এর আগে ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) থানায় মামলা  করেন। এজাহারে বলা হয়, বাজারে গেলে কয়েকজন ব্যক্তি বৃদ্ধ হালিম উদ্দিনকে জোর করে ধরে তার দীর্ঘ ৩৭ বছরের লালিত চুল ও দাড়ি কেটে দেন।

ভুক্তভোগী হালিম উদ্দিন অভিযোগ করেন, তিনি প্রাণপণ চেষ্টা করেও ওই দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পাননি। অসহায়ের মতো তিনি শুধু উচ্চারণ করেছিলেন— “আল্লাহ, তুই দেহিস।” এই করুণ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

স্থানীয়দের বরাতে জানা যায়, হালিম উদ্দিন পাগল নন, স্বাভাবিক মানুষ। একসময় কৃষক ছিলেন, পরে ফকিরি হালে চলে আসেন। তিনি কবিরাজির কাজও করতেন। ৩৭ বছর আগে হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) মাজারে গিয়েই চুল-দাড়ি কাটা ছেড়ে দেন। শান্ত-সৌম্য স্বভাবের এই মানুষটিকে নিয়ে এলাকায় কখনও কোনো অভিযোগ শোনা যায়নি।

তবে হেনস্তার পর থেকে হালিম উদ্দিন গভীর বিষণ্নতায় ভুগছেন। প্রতিবেশীদের মতে, সেদিনের ঘটনার স্মৃতি তার কণ্ঠে কখনও রাগ, কখনও ক্ষোভ, কখনও কান্না হয়ে ফিরে আসে।

ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল্লাহ, তুই দেহিস’ বাক্যটি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু