খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার
ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত নেই, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১৫, ১ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে পাঁচ দিন ধরে চলমান অবরোধ অবশেষে প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনটির মিডিয়া সেল ফেসবুকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হলো।
এদিকে আলোচিত কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। তাঁর ভাষায়, ‘মেডিকেল বোর্ডের প্রতিবেদন হাতে পেয়েছি এবং তা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।’
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে পরীক্ষাটি সম্পন্ন হয়। মেডিকেল রিপোর্টে সবকিছু স্বাভাবিক এসেছে। এ রিপোর্টে ডা. মীর মোশাররফ হোসেন ও ডা. নাহিদ আক্তারও স্বাক্ষর করেছেন।
অবরোধ চলাকালে সহিংসতায় তিনজন নিহত এবং অন্তত ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ওপর ভিত্তি করে চলমান ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আপাতত ১৪৪ ধারা বহাল থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে তা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।’
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাইলে মামলা করতে পারবেন। কেউ মামলা না করলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে। দুষ্কৃতকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবকের বিরুদ্ধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে সন্দেহভাজন হিসেবে শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাকে ‘জুম্ম ছাত্র-জনতা’। তবে সর্বশেষ মেডিকেল প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।