কাদের সিদ্দিকী
ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০২:২২, ১ অক্টোবর ২০২৫

“১৯৭১ সালে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের জন্য যদি তারা ক্ষমা না চায়, তবে তারা কোনো দিনও বাংলাদেশের শাসনক্ষমতায় যেতে পারবে না”- এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তার পাশে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম বসেছিলেন।
এসময় কাদের সিদ্দিকী আরও বলেন, “এই যে জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে, এটাও আমার কাছে কিছু না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধে। তখন তারা যা করেছে, সেটা অন্যায় ছিল।”
এই বীর মুক্তিযোদ্ধা স্পষ্ট করে বলেন, জামায়াত যদি ‘আল্লাহ যেভাবে ক্ষমা কবুল করেন’, সেভাবে আন্তরিক ক্ষমা প্রার্থনা না করে, তবে তারা যত জনসমর্থনই পাক না কেন, শাসনক্ষমতায় যেতে পারবে না।
এসময় কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ”আমাদের অস্ত্রের চেয়ে পাকিস্তানিদের অস্ত্র অনেক গুণ শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না।”
তিনি আরও বলেন, “আমি সেবক হিসেবে জন্মেছি, আমার কাজ মানুষের সেবা করা। সেখানে ধর্ম, দল, জাতপাত কিছুই মুখ্য নয়।”
এর আগে প্রথমে অধ্যাপক শফিকুল ইসলাম জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। পরে কাদের সিদ্দিকী নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করেন। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ও করেন।