বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ দেড় কোটি টাকা

এম. এ. আযম, কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ২১:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ দেড় কোটি টাকা

কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতগুলোতে গত এক বছরে ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। এসব মামলার মধ্যে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলা ছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায়’ এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে আদালতগুলোতে ২ হাজার ৫১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বিচারপ্রার্থীরা এ সময়ে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, “ইউনিয়নের ভালো-মন্দ সবকিছুর দায়িত্ব ইউপি চেয়ারম্যানদের। বিশেষ করে সীমানা সংক্রান্ত দ্বন্দ্বগুলো গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্বসহকারে নিষ্পত্তি করতে হবে। পরিষদের এজলাস সংস্কার করে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। ইউনিয়নের প্রতিটি নাগরিককে সমানভাবে দেখতে হবে।”

সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা গ্রাম আদালতের কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুণ্ডু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু