বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রাজনীতিবিদদের পুরোনো ধারণা ভাঙতে সক্ষম এই প্রজন্ম : এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতিবিদদের পুরোনো ধারণা ভাঙতে সক্ষম এই প্রজন্ম : এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, কেবল মিছিল-মিটিং, স্লোগান কিংবা সমাবেশ-মহাসমাবেশ করাই রাজনীতিবিদের কাজ নয়। তিনি মনে করেন, রাজনীতিবিদদের এই প্রচলিত ধারণা পাল্টে দিতে পারে বর্তমান প্রজন্ম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করে লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা স্টার ফাউন্ডেশন।

এ্যানী অভিযোগ করেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে আওয়ামী সরকারের নীতিনির্ধারণের কারণে শিক্ষকরা অনৈতিকভাবে বাধ্য হয়েছেন পাশের হার বাড়ানোর কাজে। তিনি বলেন, “যখন এ প্রজন্ম পরীক্ষা দিতে গিয়েছে, তখন খাতায় যা-ই লিখুক, রেজাল্টে এ প্লাস বা অন্তত এ গ্রেড আসবেই—এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।”

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরাই রাজনীতিতে ভালো নেতৃত্ব দিতে পারবে, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবে। ৫ আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, তা তোমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ।”

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ এইচএম অলি উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু