বরিশালে ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার
বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলায় অভিযুক্ত
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: ১৪:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ও রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গ্রেপ্তার হন মহানগর আওয়ামী লীগের দুই নেতা মনসুর আলী খান ও মিরাজ শিকদার। এর আগে সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খানকে আটক করে পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাদের নাম রয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের অগ্রগতির জন্য গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।