বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আজ থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চালু হলো বিশেষ ট্রেন

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ১৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আজ থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চালু হলো বিশেষ ট্রেন

চট্টগ্রাম–কক্সবাজার রেল রুটে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে চালু হয়েছে বিশেষ ট্রেন সার্ভিস। শারদীয় দুর্গোৎসব ও টানা সাপ্তাহিক ছুটি সামনে রেখে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন চলাচল করবে ঢাকা–কক্সবাজার রুটে। ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে ট্রেনটি এবং পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে পৌঁছাবে কক্সবাজারে। ফিরতি পথে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টায়।

এ ছাড়া চট্টগ্রাম–ঢাকা রুটেও চালু হয়েছে বিশেষ ট্রেন ‘ঢাকা স্পেশাল’। চট্টগ্রাম থেকে এটি ছাড়বে দুপুর পৌনে ৩টায় এবং পৌঁছাবে ঢাকায় রাত ৮টায়। ঢাকামুখী ট্রেনটি আবার ফিরতি পথে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

প্রতিটি বিশেষ ট্রেনে থাকছে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি আর রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া রাখা হয়েছে নিয়মিত আন্তনগর ট্রেনের সমপরিমাণ।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে আন্তনগর ট্রেনের মতোই সব সুবিধা পাওয়া যাবে।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, পূজা ও ছুটিতে বাড়তি যাত্রী চাহিদা সামলাতেই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম দিন থেকেই ১৮টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

এই বিশেষ ট্রেন সার্ভিসে কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন যাত্রীরা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু