আজ থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চালু হলো বিশেষ ট্রেন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: ১৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম–কক্সবাজার রেল রুটে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে চালু হয়েছে বিশেষ ট্রেন সার্ভিস। শারদীয় দুর্গোৎসব ও টানা সাপ্তাহিক ছুটি সামনে রেখে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন চলাচল করবে ঢাকা–কক্সবাজার রুটে। ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে ট্রেনটি এবং পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে পৌঁছাবে কক্সবাজারে। ফিরতি পথে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টায়।
এ ছাড়া চট্টগ্রাম–ঢাকা রুটেও চালু হয়েছে বিশেষ ট্রেন ‘ঢাকা স্পেশাল’। চট্টগ্রাম থেকে এটি ছাড়বে দুপুর পৌনে ৩টায় এবং পৌঁছাবে ঢাকায় রাত ৮টায়। ঢাকামুখী ট্রেনটি আবার ফিরতি পথে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
প্রতিটি বিশেষ ট্রেনে থাকছে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি আর রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া রাখা হয়েছে নিয়মিত আন্তনগর ট্রেনের সমপরিমাণ।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে আন্তনগর ট্রেনের মতোই সব সুবিধা পাওয়া যাবে।”
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, পূজা ও ছুটিতে বাড়তি যাত্রী চাহিদা সামলাতেই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম দিন থেকেই ১৮টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল শুরু করেছে।
এই বিশেষ ট্রেন সার্ভিসে কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন যাত্রীরা।