বিএনপি ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না : শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের সালথা উপজেলা কেন্দ্রীয় দুর্গা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি বলেছেন, বিএনপি “সংখ্যালঘু” শব্দে বিশ্বাস করে না। সব ধর্মের মানুষ একসঙ্গে এ দেশের নাগরিক হিসেবে বসবাস করবে এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এই মন্তব্য করেন।
এসময় শামা ওবায়েদ জানান, সালথা উপজেলার ৪৭টি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা নিরাপত্তা ও সহায়তায় নিয়োজিত থাকবে। এরই মধ্যে তিনি দলীয়ভাবে নির্দেশনা দিয়েছেন যাতে ষড়যন্ত্রকারীরা কোনো অশুভ উদ্দেশ্যে প্রবেশ করতে না পারে।
এসময় শামা ওবায়েদ বলেন, কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে এলে, সে যেই দলেরই হোক, তাকে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করবেন।
তিনি আরও বলেন, কোনো অনৈতিক কাজ প্রশ্রয় দেবেন না—সে যদি বিএনপির কেউও হয়। সালথার মাটিতে অনৈতিকতা বরদাশত করা হবে না।
শুধু দুর্গাপূজার সময় নয়, বরং সারা বছরই হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার দায়বদ্ধতা প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দুর্গাপূজা না, সারা বছর আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকা আমার দায়িত্ব।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।