বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মামলায় আসামি ৪ হাজার

রাজবাড়ী সংবাদদাতা 

প্রকাশ: ১৪:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মামলায় আসামি ৪ হাজার


রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরাল পাগলা হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে তদন্ত। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবার গ্রেফতার করেছে রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে, যিনি ঘটনাস্থলে নুরাল পাগলার জ্বলন্ত লাশের ওপর খড়ি দিতে দেখা গিয়েছিল।

গ্রেফতারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজে দেখা যায়—রাসেল মন্ডল নুরাল পাগলার লাশের ওপর খড়ি দিচ্ছে। ওই প্রমাণের ভিত্তিতে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে। শুধু এই মামলায়ই নয়, সামগ্রিক ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালানো হয়। ওই হামলায় নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নুরাল পাগলার লাশ ভস্মীভূত করার ঘটনাও ঘটে।

ঘটনার জেরে নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জন অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করা হয়। ইতোমধ্যে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এ মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং অপরাধীদের শনাক্তে ফুটেজ ও গোয়েন্দা তথ্য কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু