বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত: একাধিক মামলার আসামির বিরু

নারায়নগঞ্জ সংবাদদাতা 

প্রকাশ: ১৩:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত: একাধিক মামলার আসামির বিরু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সোমবার সকালে (২৯ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য সোহেল আহমেদ (৩২)। নিহত সোহেল ওই এলাকার মকবুল মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে চেয়ারম্যান লাক মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে সোহেল এলাকায় ভয়-ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি ও দাপট শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে গণপিটুনিতে মৃত্যু নিশ্চিত হলেও কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত ১২–১৩টি মামলা রয়েছে। অতীতে তার নানা অপকর্মে এলাকাবাসীর ক্ষোভ জমা ছিল। সেই ক্ষোভই শেষ পর্যন্ত গণপিটুনির মাধ্যমে প্রাণঘাতী রূপ নেয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু