নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত: একাধিক মামলার আসামির বিরু
নারায়নগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৩:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সোমবার সকালে (২৯ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য সোহেল আহমেদ (৩২)। নিহত সোহেল ওই এলাকার মকবুল মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে চেয়ারম্যান লাক মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে সোহেল এলাকায় ভয়-ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি ও দাপট শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে গণপিটুনিতে মৃত্যু নিশ্চিত হলেও কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত ১২–১৩টি মামলা রয়েছে। অতীতে তার নানা অপকর্মে এলাকাবাসীর ক্ষোভ জমা ছিল। সেই ক্ষোভই শেষ পর্যন্ত গণপিটুনির মাধ্যমে প্রাণঘাতী রূপ নেয়।