নরসিংদীতে সংঘর্ষে যুবদল নেতা নিহত
আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব
নরসিংদী সংবাদদাতা
প্রকাশ: ১৩:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল এক যুবদল নেতার। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার অলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছিল সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলমের মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট আসাদ আলীর অনুসারীদের সমর্থন ও অবস্থান। চলতি মাসের ১৮ তারিখেও সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হন।
আজকের সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া মারা যান। আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর নরসিংদী সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নিহত হয়েছিলেন। নতুন এই ঘটনার পর মোট তিনজন নিহত হলেন, আহত হয়েছেন বহু মানুষ। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।