কেওক্রাডং ১ অক্টোবরও খুলছে না
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১১:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত
বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং ১ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধ থাকবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি সাংবাদিকদের জানান, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করার আগে কেওক্রাডং খুলে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আমরা চাই জেলায় আগত পর্যটকদের কোনো সমস্যা যেন না হয়। তাদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
প্রশাসক আরও জানান, কেওক্রাডংকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল-রিসোর্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় পর্যটক সেবা দেওয়ার মতো প্রস্তুত নয়। এ কারণেই নির্ধারিত তারিখে কেন্দ্র চালু করা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে দুর্গাপূজা শেষে পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত করা যাবে।
উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক। তখনই তিনি কেওক্রাডং ১ অক্টোবর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে তা স্থগিত করা হলো।