খাগড়াছড়িতে সংঘর্ষে উত্তেজনা: ১৪৪ ধারা অব্যাহত, আহত ২৫
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পাহাড়। এই ঘটনার বিচারের দাবিতে ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। এর প্রেক্ষিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুইমারার রামেসু বাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।
এদিকে সাজেকে আটকে পড়া প্রায় ২ হাজারেরও বেশি পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় শনিবাররাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পরিস্থিতি মোকাবিলায় সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় সেনা, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন এক যুবককে আটক করে। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।
খাগড়াছড়ি শহর ও শহরতলীতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। পরিস্থিতি এখনও থমথমে, তবে জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।