নির্বিকার কর্তৃপক্ষ
ইজারা ছাড়াই ঘাটের টোল আদায়
এম, এ, আযম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার জিঞ্জিরাম ঘাটে দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই টোল আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে বাঁশ ও অর্থ সংগ্রহ করে তারা একটি সাঁকো নির্মাণ করলেও পরবর্তীতে ভ্যান, মোটরসাইকেল ও পায়ে হাঁটা মানুষের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় শুরু করেছে। বর্তমানে ভ্যান প্রতি ৫০ টাকা, মোটরসাইকেল প্রতি ২০ টাকা এবং পথচারীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে।
এই বেআইনি টোল আদায় কার্যক্রমে একদিকে সরকারের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রায়ই হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
গত ৯ জুলাই ফুল মিয়া নামে এক স্থানীয় ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল কুমার হালদারকে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও উভয় পক্ষকে ডেকে টোল আদায় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে ওই চক্রটি আগের মতোই টোল আদায় চালিয়ে যাচ্ছে।
ফুল মিয়া বলেন, “প্রশাসন যদি ইজারা ব্যবস্থা করে তবে সেটা আলাদা বিষয়। কিন্তু গ্রামবাসীর কাছ থেকে বাঁশ ও টাকা নিয়ে সাঁকো বানিয়ে আবার ইজারা ছাড়াই টোল আদায় করাটা কতটা বৈধ?”
বিষয়টি নিয়ে ইউএনও উজ্জল কুমার হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি, খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এই অবৈধ টোল আদায় আরও বড় ধরনের সামাজিক সংকটে রূপ নিতে পারে।