বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

সাজেকে আটকা সহস্রাধিক পর্যটক,অচল পরিবহন

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ: ১২:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

 

খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা নামের সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবরোধের ফলে জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
অবরোধের কারণে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র সাজেকে আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক। তাদের ভ্রমণ কার্যক্রম স্থগিত হয়ে গেছে, হোটেল-মোটেলগুলোতে অনিশ্চয়তা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ভোর থেকেই অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে। খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। শহরের ভেতরে ছোট যানবাহন যেমন ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে বটে, তবে আন্তঃজেলা ও দূরপাল্লার নৈশকোচগুলো রাস্তায় আটকা পড়েছে।
শনিবার মাটিরাঙ্গার সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল নগণ্য। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ অবরোধে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।
অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশের কর্মকর্তারা। সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, “গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে, নৈশকোচগুলো নিরাপত্তা পাহারায় জেলা শহরে প্রবেশ করেছে।” সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতেই জুম্ম ছাত্র-জনতা আজকের অবরোধ কর্মসূচি আহ্বান করেছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু