নাটোরে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির শ্রমিক নিহত
ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১৯:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় দিদারুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং প্রাণ কোম্পানির শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।