পদ্মার দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: ১৮:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৬৪০ টাকায়। মাছ দুটির ওজন ৪ কেজি ২০০ গ্রাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছ থেকে এক আমেরিকা প্রবাসী ক্রেতা মাছ দুটি কেনেন।
জানা যায়, ভোরে জেলে মিলন হলদারের জালে ধরা পড়ে মাছ দুটি। পরে সকালে দৌলতদিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়তে উন্মুক্ত নিলামে অংশ নিয়ে সম্রাট শাজাহান শেখ তিন হাজার ৮০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৯৬০ টাকায় এগুলো কিনে নেন। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে চার হাজার ২০০ টাকা কেজি দরে তিনি মাছ দুটি বিক্রি করেন আমেরিকা প্রবাসী ওই ক্রেতার কাছে। এতে দাম দাঁড়ায় ১৭ হাজার ৬৪০ টাকা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, “নিলামের মাধ্যমে আমি দুইটি ইলিশ কিনেছিলাম। পরে প্রবাসী এক ক্রেতার সঙ্গে যোগাযোগ হলে বেশি দামে বিক্রি করতে পেরেছি।”
স্থানীয় বাজারের আড়তদাররা জানান, পদ্মার ইলিশের স্বাদ ও গুণগত মানের কারণে দেশি-বিদেশি ক্রেতাদের কাছে এর আলাদা কদর রয়েছে। বড় আকৃতির ইলিশের চাহিদা থাকায় দামও বেড়ে যায় কয়েকগুণ।