২৩ কেজির পাঙ্গাস ৬০ হাজার টাকায় বিক্রি
রাজাবাড়ী সংবাদদাতা
প্রকাশ: ১৮:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। স্থানীয় জেলে রতন হলদারের জালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধরা পড়ে মাছটি। ওজন প্রায় ২৩ কেজি ৮০০ গ্রাম। পরে তিনি মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মাছটির দাম দাঁড়ায় ৫৯ হাজার ৫০০ টাকা। শেষ পর্যন্ত চান্দু মোল্লা মৎস্য আড়ত মাছটি কিনে নেয়।
আড়তের মালিক চান্দু মোল্লা জানান, অনেকদিন পর পদ্মায় এত বড় আকারের পাঙ্গাস ধরা পড়ল।
তিনি আরও বলেন, “মাছটি কেনার পর আমরা প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৬০ হাজার ৬৯০ টাকায় বিক্রি করেছি।”
স্থানীয়দের ভাষ্যমতে, এ ধরনের বড় পাঙ্গাস পদ্মায় ধরা পড়া এখন বিরল ঘটনা। এর ফলে নদীর মাছ নিয়ে উৎসাহী ক্রেতা ও মাছপ্রেমীদের মধ্যে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।