টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক (২০) সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশানের ছেলে। আহত কিশোরের নাম আবীর (১৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন অনিক। পথে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে বাসের চাকা শরীরের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আহত কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসআই মাহবুব।