বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শিক্ষার্থীদের চাপেই হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

৬ নভেম্বরের মধ্যে ভোট আয়োজনের প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীদের চাপেই হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে অবশেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা অনশন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়ার মতো আন্দোলনে নামতে বাধ্য হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী হাকসু সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলরের অনুমোদনসাপেক্ষে আগামী ৬ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা জানায়, নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে প্রশাসন কালক্ষেপণ করছে। জুলাই মাসে আন্দোলনের সময় দ্রুত নির্বাচনের আশ্বাসে ৮ সদস্যের কমিটি গঠন করা হলেও দুই মাসেও গঠনতন্ত্র বা রোডম্যাপ প্রকাশ হয়নি।
শিক্ষার্থী ফয়সাল মোস্তাক বলেন, “প্রশাসনকে একাধিকবার স্মারকলিপি দিয়েছি। দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নিয়ে সরব থাকলেও আমরা পিছিয়ে রয়েছি। দ্রুত নির্বাচন দিয়ে সুন্দর ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলা এখন জরুরি।”
অবশেষে প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রোডম্যাপ ঘোষণা করায় ক্যাম্পাসে স্বস্তি ফিরে এসেছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু ঘোষণায় নয়, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু