স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতরের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনে সেনা সদস্য সংখ্যা এক লাখের মতো হবে। এর পাশাপাশি নৌ-বাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের সহযোগিতার ওপরও নির্ভর করে।”
চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি জানান, পাহাড়, সমুদ্র ও সমতল অঞ্চলের কারণে এখানে অভিযান পরিচালনা জটিল। তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে।
এছাড়া বিদেশ থেকে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, শুরুতে পার্শ্ববর্তী দেশগুলোর পক্ষ থেকে নানা উল্টাপাল্টা খবর ছড়ানো হয়েছিল। কিন্তু গণমাধ্যম ও জনগণের সচেতনতায় সেসব প্রভাব ফেলতে পারেনি।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়াতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।