প্রথমবারের মতো চালু হলো পুলিশের ‘পূজা নিরাপত্তা অ্যাপস’
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: ১৬:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশ অভিনব উদ্যোগ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হলো বিশেষ একটি মোবাইল অ্যাপ্লিকেশন— ‘পূজা নিরাপত্তা অ্যাপস’।
পুলিশ সুপার মনজুর মোরশেদ আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন। এ সময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব চলাকালে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপসটি বিশেষ ভূমিকা রাখবে।
পুলিশ সুপার বলেন, পূজা চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে এই অ্যাপস সহায়ক হবে। এর মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার নাম্বার পাওয়া যাবে সহজেই।
অ্যাপস ব্যবহার করে পূজা মণ্ডপের অবস্থানও লোকেশনসহ সহজে বের করা সম্ভব হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
দেশে এই প্রথমবারের মতো কোনো জেলার পুলিশ প্রশাসন দুর্গোৎসবের জন্য বিশেষ অ্যাপস চালু করল। ঝিনাইদহ জেলা পুলিশের এই পদক্ষেপকে পূজা আয়োজক ও স্থানীয়রা অভিনব ও যুগোপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।
এমন উদ্ভাবনী উদ্যোগে একদিকে যেমন পূজার সময় শৃঙ্খলা ও শান্তি বজায় থাকবে, অন্যদিকে সাধারণ মানুষও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।