টঙ্গীতে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়ে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। টানা চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় চিকিৎসাধীন আরও একজন ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইমের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ইনস্টিটিউটের এইচডিইউতে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর ও পরিবারের সদস্যরা জানান, নুরুল হুদার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায়। তার বাবার নাম আব্দুল মনসুর। ২০০৭ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে একই ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরেরও শতভাগ অংশ পুড়ে গিয়েছিল।
দুই দিনের ব্যবধানে দুই সাহসী ফায়ার ফাইটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। তাদের সহকর্মীরা বলছেন, মানুষের জানমাল রক্ষায় জীবন বাজি রেখে কাজ করতে গিয়ে শহীদ হলেন তারা।