ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৯ বছরের শিশুর মৃত্যু
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারাল ৯ বছরের শিশু আব্দুল্লাহ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সকালে একটি ইজিবাইক দ্রুতগতি নিয়ে চলার সময় ধর্মগঞ্জ এলাকায় শিশুটি ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ওসি জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, এলাকাজুড়ে অবৈধ ইজিবাইক চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্কুলপথেই এই দুর্ঘটনার শিকার হয় আব্দুল্লাহ।
নগর ও শহরতলির সড়কে নিয়ন্ত্রণহীন ইজিবাইক ও অটোরিকশা চলাচল একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। প্রশাসনিক তদারকি ও সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।