কাশিমপুরে উত্ত্যক্তের প্রতিবাদে সাংবাদিকসহ ৪ জনকে পিটুনি
হাত ভাঙা রুবেলের
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের কাশিমপুরে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক সাংবাদিকসহ চার জনকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমপুর থানার কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স (৩৫) বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত। আহত অন্যরা হলেন–সাইদুর রহমান (৩৫) – মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনটি সেলাই নিতে হয়েছে।ইয়াসিন আহমেদ (৩৬),শরীফুল ইসলাম (৩৫)।
তাদের সবাই বর্তমানে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক রুবেলের ডান হাত ভেঙে গেছে এবং বাকিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
আহত সাংবাদিক রুবেল জানান, বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক নিয়ে প্রতিবেদন তৈরির কাজে ছিলেন তিনি। এসময় পূর্বপরিচিত তিনজন তার সঙ্গে ছিলেন। কাজের ফাঁকে তারা হাসপাতালের পাশের মাঠে এক যুবককে দুই-তিন জন তরুণীকে উত্ত্যক্ত করতে দেখেন। রুবেল প্রতিবাদ জানালে ওই উত্ত্যক্তকারীসহ প্রায় ২৫-৩০ জন স্থানীয় যুবক মব গড়ে তুলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এরপর আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা পুনরায় সেখানে গিয়ে তাদের টেনে বাইরে বের করার চেষ্টা করে। তবে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা গেট আটকে দেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো যায়।
খবর পেয়ে কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের অভিযোগ, কাশিমপুর এলাকার রিমেল নামে এক যুবক ও তার অনুসারীরাই এ ঘটনার নেতৃত্ব দেন।কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।