বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শেভরনের গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুনে দগ্ধ বাবা-ছেলে

 এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মৌলভীবাজার  প্রতিনিধি

প্রকাশ: ১৪:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

 এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন বাবা-ছেলে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের জৈতাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেভরন বাংলাদেশ জানিয়েছে, বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে। এতে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ে। পরে রাতে হঠাৎ আগুন লেগে ভয়াবহ শিখা আকাশে উঠে যায়। তবে কোম্পানির গ্যাস উৎপাদনে এর কোনো প্রভাব পড়েনি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ রেদোয়ান (২৪) এবং তার বাবা বশির মিয়াকে (৫০) প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রেদোয়ানের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, পাইপলাইনে ছিদ্র হওয়ার পর থেকেই তেল ছড়িয়ে পড়ছিল। রাত ৯টার দিকে আগুন ধরে মুহূর্তেই ভয়াবহ শিখা ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিলে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ফায়ার সার্ভিস টিম প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, “প্রধান লাইনে অতিরিক্ত তেলের চাপ থাকায় শুরুতে বেগ পেতে হয়েছে। পরে ফোম ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।”
ঘটনার পরপরই শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, থানার ওসি আমিনুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও ইসলাম উদ্দিন বলেন, “তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। দগ্ধ বাবা-ছেলের সুচিকিৎসায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু