বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটককৃতদের মধ্যে রয়েছেন—রাজশাহী জেলার গোদাগাড়ি থানার আসাদুল্লাহ ইসলাম (৩৩), দেলোয়ার হোসেন (২৮), হযরত আলী (২৮),যশোরের আরিফ হোসেন (৩৮),রাজবাড়ির আব্দুর রহমান (৩৭),মাগুরার সয়ন সিকদার (২২),চাঁপাইনবাবগঞ্জের লুতফর রহমান (৩৮),খুলনার জান্নাতুল ফেরদৌস (২৬),ঢাকার সুমি (২৫) ও তার দুই মাসের শিশু আব্দুল্লাহ,কুড়িগ্রামের এবি মোত্তালেব (৪৭), তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫) এবং তিন বছরের রমজান হক, নড়াইলের রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহের শাপলা আক্তার (২১) ও তার দুই বছরের শিশু রুহি আক্তার
বিজিবি জানিয়েছে, আটককৃতরা ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের খোঁজে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। সাজা শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে ভারতের কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প তাদের বাংলাদেশ সীমান্তে পুশ ইন করে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ তাদের ঠেলে দিলে বিজিবির টহল দল দ্রুত আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ১৪ আগস্ট একই সীমান্ত দিয়ে আরও ১৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ। ফলে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা ক্রমেই বাড়ছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু