দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা
চালক-হেলপার নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ট্রাকচালক ও তার সহকারী (হেলপার)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া সদরের বারখাদা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত একটার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের কল্যাণপুর এলাকায় ঢাকামুখী সবজিবোঝাই একটি ছোট ট্রাক দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। ঠিক তখনই পেছন থেকে আসা চালবোঝাই একটি ট্রাক ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নাজমুল ও হেলপার কাওসার মারা যান।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাকই কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকদ্বয় থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।