চাকসু নির্বাচন
১২–১৮ অক্টোবর সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে স্বাভাবিক নিয়মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই সময় ক্লাস স্বাভাবিক নিয়মে চলবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের অনুরোধ ছিল যে, নির্বাচনী প্রচার-প্রচারণা ও ভোটসংক্রান্ত কার্যক্রমে পরীক্ষার কারণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হবে। বিষয়টি বিবেচনা করে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়, নির্বাচনের সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও (শুক্র ও শনিবার) যেসব বিভাগের পরীক্ষা নির্ধারিত আছে, সেগুলো স্থগিত থাকবে।
তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পাঠদান কার্যক্রম চালু থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এরই মধ্যে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর হলেও তা একদিন বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পূর্ব নির্ধারিত তারিখে, ২৫ সেপ্টেম্বর।
চাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় প্রার্থীরা কোনো মিছিল-শোভাযাত্রা করতে পারবেন না এবং পাঁচ জনের বেশি সমর্থক সঙ্গে নিতে পারবেন না।
উল্লেখ্য, সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচনের আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ করা যাচ্ছে।