টাংগুয়ার হাওরে অবৈধ মাছ নিধন
২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার সময় ২৫ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল, কোনা জাল ও প্লাস্টিক চাই ব্যবহার করে মাছ ধরতে থাকা জেলেদের আটক করা হয়।
অভিযান চলাকালে প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০ প্লাস্টিক চাই ও ৭টি নৌকা জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান, আটককৃতদের মধ্যে ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ৩ জনের বয়স কম হওয়ায় মুচলেকা গ্রহণ করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে পুলিশ, আনসার সদস্য এবং গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউএনও মেহেদী হাসান মানিক আরও বলেন, হাওরের মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জেলেদের প্রতি আহ্বান জানান, নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থেকে হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় সহযোগিতা করতে।