পুলিশ সুপার মেনহাজুল আলম
পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা
নরসিংদী সংবাদদাতা
প্রকাশ: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পুলিশ ও সাংবাদিককে একই গাছের দুটি পাতা আখ্যা দিয়ে নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম বলেছেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে। উভয়ের কাজের ধরনও প্রায় একরকম—সত্য উদঘাটন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
মঙ্গলবার সকালে নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসপি মেনহাজুল আলম বলেন,“যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। গেল কয়েকদিনে নরসিংদীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬টি মামলা হয়েছে। এর প্রায় সব মামলার আসামি আমরা ধরতে সক্ষম হয়েছি। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক সংঘটিত জোড়া খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনাতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, জেলায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে পুলিশ প্রশাসন।
“আমরা চাই না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। শান্তিপূর্ণ জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা দরকার।” — যোগ করেন নরসিংদীর পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মাখন দাস, আব্দুল রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।