সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

পুলিশ সুপার মেনহাজুল আলম

পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা

পুলিশ ও সাংবাদিককে একই গাছের দুটি পাতা আখ্যা দিয়ে নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম বলেছেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে। উভয়ের কাজের ধরনও প্রায় একরকম—সত্য উদঘাটন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
মঙ্গলবার সকালে নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসপি মেনহাজুল আলম বলেন,“যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। গেল কয়েকদিনে নরসিংদীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬টি মামলা হয়েছে। এর প্রায় সব মামলার আসামি আমরা ধরতে সক্ষম হয়েছি। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক সংঘটিত জোড়া খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনাতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, জেলায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে পুলিশ প্রশাসন।
“আমরা চাই না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। শান্তিপূর্ণ জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা দরকার।” — যোগ করেন নরসিংদীর পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মাখন দাস, আব্দুল রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু