বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সীমান্তে বাঁশের বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির প্রতিবাদ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮:১১, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে বাঁশের বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির প্রতিবাদ

সীমান্তে বিএসএফের দেওয়া বাঁশের বেড়া

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কড়া প্রতিবাদ জানিয়েছে এবং বেড়া দ্রুত অপসারণের প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯নং সাব-পিলার এলাকা থেকে প্রায় ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে।

কাটলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের এক সদস্য বলেন, “রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে তারা কাজ করেছে, অথচ কোনো বাধা দেওয়া হয়নি। আজ আমাদের গ্রামে দিয়েছে, কাল হয়তো আরেক গ্রামে দেবে। বেড়া যেন দ্রুত সরানো হয়, সেই ব্যবস্থা নিতে হবে।”

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষার জন্য রাতের আঁধারে বাঁশের বেড়া দিয়েছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে আমার কথা হয়েছে।”

তিনি আরও বলেন, সোমবার বিকেল ৫টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। সেই বৈঠকের মাধ্যমে সীমান্ত থেকে দ্রুত ওই বাঁশের বেড়া অপসারণ করা হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু