বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নুরাল পাগলার দরবার থেকে গরু চুরির ঘটনায় যুবক গ্রেফতার, হত্যা মামলার আসামিও তিনি

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ১৫:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলার দরবার থেকে গরু চুরির ঘটনায় যুবক গ্রেফতার, হত্যা মামলার আসামিও তিনি

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলার সঙ্গে যুক্ত হয়ে এবার আবারো আলোচনায় উঠে এসেছেন এক যুবক। নুরাল পাগলার দরবার থেকে গরু চুরির দায়ে মো. সজীব শেখ (২৬) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সজীব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব। তিনি জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে সজীব শেখ নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছেন। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জানা যায়, যেই গরুটি তিনি নিয়ে গিয়েছিলেন তা প্রায় ৫–৭ দিন আগে তৃতীয় পক্ষের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানায় ফেরত পাঠানো হয়। বর্তমানে গরুটি পুলিশের তত্ত্বাবধানে একজনের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় চুরি ও লুটের অভিযোগে সজীব শেখকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাসেল মোল্লা হত্যা মামলার আসামি হিসেবে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ মামলার তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু